আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শাকিব অনেক সৎ মানুষ: বুবলী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক : 

শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর সম্পর্কটা এখন কাগজে বন্দি। শাকিবের আচরণেই বোঝা যায় তা। যদিও সন্তান বীরের সূত্র ধরে শাকিবের কাছাকাছি থাকতে চান বুবলী। শাকিবের প্রসঙ্গ এলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি।

No description available.

তারই ধারাবাহিকতায় জানালেন, শাকিবের সঙ্গে অন্য কারও তুলনা হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

No description available.

- Advertisement -

শাকিব খান প্রশ্নে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না। ওনার জায়গায় উনি কিং খান। এ জন্যই তো ১০০টি হল নিয়ে রাজত্ব করছেন তিনি। আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক, তিনি বহু বছর থেকে সুপারস্টার। ’

বুবলী আরও বলেন, ‘উনি এতটাই ভালো অভিনেতা, যেন উনার সঙ্গে আমাদের কারোরই তুলনা চলে না। উনি খুব সৎ মানুষ। উনার জায়গা কিং খান, এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না। ’

No description available.

গত বছরের ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পরে সে বছরের ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা। এর কয়েকদিন পর বুবলী জানান, ২০.০৭.২০১৮ তারিখ বিয়ে করেন শাকিব-বুবলী।

.

.

খ.র

- Advertisement -
- Advertisement -