কবি ক্যামেলিয়া আহমেদের কবিতা ক্ষতি
গভীর রাত
ঘুম মৃত্যুর কোলে
ফ্যাকাশে ভোর ।
ভেতর কাঁদে
অচল দেহ মন
ভুল বসতি ।
বুঝিনি কিছু
মিথ্যে তামাশা ঘোর
বিষাদ ক্ষণ ।
ছিলো অনেক
এমন কেন হলো
সবই ক্ষতি ।
হয়তো কাল
থাকবে না কিছুই
স্মৃতি অম্লান ।
দূরন্ত বেগে
কেন ডাকে আমায়
মধু পূর্ণিমা ।
চেয়োনা আর
ফিরবে না সময়
অচেনা পথ ।
.
.
খ.র
- Advertisement -