আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনে যাচ্ছে পাকিস্তানের রকেট, ভালো না ইউক্রেনীয় সেনা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে রকেট দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ওঠে এসেছে এমন তথ্য। তবে এক ইউক্রেনীয় সেনা কমান্ডার অভিযোগ করেছেন, পাকিস্তানের পাঠানো এসব রকেট ‘খুব বেশি ভালো নয়।’

বর্তমানে ডনবাস প্রদেশের বাখমুত শহরে রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে। সেখানে যুদ্ধরত ইউক্রেনের একটি ট্যাংক ব্যাটালিয়ন কমান্ডারের সাক্ষাৎকার নেয় বিবিসি। ১৭তম ট্যাংক ব্যাটালিয়ন নামের ওই ইউনিটের কমান্ডার ভলোদিমির জানিয়েছেন, তার ব্যাটালিয়ন বিএম-২১ গ্রেড রকেট লঞ্চার দিয়ে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। আর এই লঞ্চারের রকেট আসে চেক রিপাবলিক, রোমানিয়া এবং পাকিস্তান থেকে। ওই দুই দেশের রকেটের মান ভালো হলেও, পাকিস্তানের রকেটের কোয়ালিটি ভালো নয়। এই সেনা কমান্ডার জানিয়েছেন, বর্তমানে গোলাবারুদের সংকটে ভুগছেন তারা। সেগুলো এখন শেষ হয়ে গেছে। ফলে অন্য দেশের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে।

বিবিসির সংবাদকর্মীরা উপস্থিত থাকা অবস্থাতেই ভলোদিমিরের কাছে নির্দেশ আসে, রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে তাদের একটি হামলা চালাতে হবে। ওই নির্দেশনা অনুযায়ী, তিনি জঙ্গলে লুকিয়ে রাখা রকেট লঞ্চারটি একটি খোলা মাঠে নিয়ে যান। সেখান থেকে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হয়। প্রথম দফায় ব্যর্থ হলেও পরবর্তীতে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সমর্থ হয় তার বাহিনী।

- Advertisement -

ওই অভিযান পরিচালনার পর কমান্ডার ভলোদিমির জানান, গোলাবারুদের সংকটের কারণে তারা আপাতত এরচেয়ে বেশি কিছু করতে পারছেন না।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/২৬এপ্রিল-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -