আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি কামরুল হাসানের কবিতা ‘বেলা শেষে’

-Advertisement-

আরো খবর

বেলা শেষে
কাদায় গেছো আটকে বুড়ো
কার গায়েতে দিবে ভর
জুয়ান কালের তেজি ঘোড়া
এখন কেন কর ডর ?
কামাওনিতো যাবার রসদ
আয় করেছে অঢেল ধন
শেষ বেলাতে পানাহ পাবা
খুব আশাতে দুষ্টু মন।
কত লোকের হক মেরেছ
লুট করেছ গরীব ঘর
যাবার বেলা একাই দেখ
সাঙ্গ পাঙ্গ সবাই পর।
খ.র
- Advertisement -
- Advertisement -