আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন এর কবিতা ।। সংযম

-Advertisement-

আরো খবর

সংযম
রমজানের এই সন্ধ্যাবেলা কি পবিত্র,
ইফতারিতে এক হয়ে যায় শত্রু মিত্র।
সারাদিনের ক্লান্তি এবং সংযমে দিন,
শিখিয়ে দেয় শুদ্ধাচারের সূত্র কঠিন।
সব ধর্মের উপোস আছে ভিন্নমতে,
রোজা পালন করবে নবীর সব উম্মতে।
ঈমান এবং বিশ্বাসে মন অটল যাদের,
আত্মত্যাগের উজ্জ্বলতা প্রাপ্য তাদের।
হিংসা ও লোভ বিসর্জনের এই মহিমা,
বুঝবে তারা যাদের কোনো নেই গরিমা।
আমরা ভাবি অর্থ এবং বিত্ত হলে,
জীবন হবে অবারিত ভূমণ্ডলে।
ভুল ঠিকানায় সুখের চাবি খুঁজছে যারা,
তাদের চেয়ে থাকবে সুখে বিশ্বাসীরা।
খ.র
- Advertisement -
- Advertisement -