আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বাদল হাওলাদার এর কবিতা ।। ১লা বৈশাখ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

১লা বৈশাখ

বাদল হাওলাদার

 

বাংলা নববর্ষ এলো

- Advertisement -

সবার ঘরে ঘরে।

পুলকিত করে তোলে

হৃদয় আপন করে।

 

পহেলা বৈশাখ উদযাপনে

নানান জায়গায় মেলা।

মেলায় গিয়ে কাটায় সবাই

আনন্দের বেলা।

 

ছেলে মেয়ে খেলনা পুতুল

কিনে ঝুড়ি ভরে।

বউ যুবতি মেয়ে ঝিয়ে

আংটি চুড়ি পরে।

চিড়া মুড়ি মিষ্টি সবাই

কিনে আনে ঘরে।

এই দিনেই কুটুম সুজন

ভাব বিনিময় করে

নববর্ষে নাচে গানে

ভরে সবার মন।

শিল্পী কলা কুশরীরা

ব্যস্ত সারাক্ষন।

 

 

খ.র

 

- Advertisement -
- Advertisement -