আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গণমানুষের কবি শাহীন রেজা এর কবিতা।।তোমাকে চাইনি তবু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

তোমাকে চাইনি তবু

তোমাকে চাইনি তবু তুমি আজ কাছে।

দিনান্তের সব চিল ফেরেনা ডেরায়,
আত্মার সব চাঁদে লাগেনা গ্রহণ,
দুপুরের সব ডাকে নেই ঘুঘু-ঝিম,
শ্রাবণের বিপরীতে কিছু নদী ছোটে,
কিছু ফুল ফুটে যায় দহন প্রলেপে।

ভালোবাসা একে বলে,
হঠাৎ ছড়ায় জল মরু জলসায়,
সুদূরসারথীজন লহমায় হৃদয়কুটিরে।

- Advertisement -

তোমাকে খুঁজিনি তবু তুমি আজ কাছে,
তোমার ছোঁয়াতে এই ছায়াবৃক্ষ বাঁচে।

 

খ.র

- Advertisement -
- Advertisement -