আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি লিলি শেঠ এর কবিতা ।। শুধু তুমি

-Advertisement-

আরো খবর

শুধু তুমি
দমকা হাওয়ায় হঠাৎ যেন,
তুমি এলে ভেসে
ঘুমিয়ে পড়া মনটা আবার
উঠল জেগে হেসে
চোখ মেলে তাকিয়ে দেখি
হাসছো মিটি মিটি
হাত বাড়িয়ে দিলে তোমার
মনের লিখা চিঠি
নেবো কি নেবোনা ভেবে
গুটিয়ে নিলাম হাত
বলছো তুমি অনেক যত্নে
লিখছো সারা রাত
চেয়ে দেখি তোমার চোখে
ভেজা নোনা জল
ডুবে গেলাম সেই জলেতে
খুজিঁনি আর তল
সেই থেকেই শুধুই তুমি
বাহির এবং ভেতর
তোমায় ভেবেই কাটাই বেলা
শুন্য এ খেলা ঘর
খ.র
- Advertisement -
- Advertisement -