আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ১০ বছরের শিশুর লাশ উদ্ধার 

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,শ্রীমঙ্গল ( মৌলভীবাজার): 
শ্রীমঙ্গলে ১০ বছরের এক শিশুর কলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সাইটুলা গ্রামের ফসলি জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন (১০) বলে জানা গেছে।
পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে মাহিন নিখোঁজ ছিল। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। পরদিন শুক্রবার বিকেল বেলা ফসলী জমিতে তার লাশ পথচারীরা দেখতে পেয়ে মাহিনের পরিবারের লোকজনকে খবর দিলে তারা মাহিনকে সনাক্ত করেন। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এবং পুলিশের একটি  দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার  সত্যতা নিশ্চিত করে জানান,শিশু বাচ্চাকে গলা কেটে হত্যা করা হয়েছে। যত দ্রুত সম্ভব মাহিন হত্যাকান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/ ১৫এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -