সকাল ৮:১৬ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ৮:১৬ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

তিন উইকেট তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক :

লাঞ্চের আগেই স্বাগতিক বাংলাদেশ দুই রিভিউ হারানোয় জুটি গড়ার চেষ্টায় ছিল অধিনায়ক বালবার্নি-টেক্টর। তবে এ জুটি মাথাব্যথার কারণ হওয়ার আগেই ভেঙে দেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে এলবির শিকার হয়ে ফেরেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ৫০ বল খেলে ১৬ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ২১ রানের জুটি। এতে করে ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান নিয়ে লাঞ্চে গিয়েছে আইরিশরা। ক্রিজে হ্যারি টেক্টরের সঙ্গী কার্টিস ক্যাম্ফার। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন আইরিশ দুই ওপেনার। পঞ্চম ওভারে বিচ্ছিন্ন হয় আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। দুর্দান্ত এক ডেলিভারিতে অভিষিক্ত ওপেনার কমিন্সকে এলবিডব্লিউ করেন শরিফুল। ৪ মেরে রানের খাতা খোলা কমিন্স ফেরেন ৫ রানে। এরপর নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পান এবাদত। শান্তর ক্যাচ বানিয়ে ফেরান জেমস ম্যাককলামকে। এক চারে ৩৪ বলে ১৫ রান করেন আইরিশ ওপেনার। বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন। এ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, সাইড স্ট্রেইনে ভুগছেন তিনি। আয়ারল্যান্ডের একাদশে টেস্ট অভিষেক হয়েছে মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের। লেগ স্পিনার হোয়াইট এর আগে কখনো প্রথম শ্রেণির ম্যাচই খেলেননি। আইরিশদের জার্সি গায়ে অভিষেক হয়েছে পিটার মুরেরও। তবে তার অভিজ্ঞতা আছে টেস্টের। জিম্বাবুয়ের হয়ে সবশেষ ম্যাচটা আবার খেলেছিলেন এই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই।

 

আলোকিত প্রতিদিন / ০৪-০৪-২০২৩

- Advertisement -

- Advertisement -
- Advertisement -

সর্বশেষ