সকাল ৯:১৪ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ৯:১৪ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

মনের মতো সঙ্গী না পেয়ে একাই ‘হানিমুনে’ তরুণী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ভ্রমণ ডেস্ক

বিয়ে ঠিকঠাক হওয়ার পরও শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেন হবু বর। যদিও আগে থেকেই সিন্ধান্ত নেওয়া হয়েছিল বিয়ের দুদিন পরেই হানিমুনে বেরিয়ে পড়বেন এই দম্পতি দু’জন। তবে বিয়ে ভেঙে যেতেই হতাশ হয়ে পড়েন ওই নারী নিজেই। তারপর ভাবলেন, হানিমুনে তো চাইলে একাও যাওয়া যায়। তারপর আর দেরি না করে তরুণী একাই বেরিয়ে পড়ে সলো হানিমুনে। ‘কুইন’ সিনেমার এমন কাহিনীই এবার দেখা গেল বাস্তবে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে বিষয়ে জানিয়েছেন তরুণী।ব্রিটানি অ্যালিন নামের এই তরুণীর বয়স ৩৬ বছর। তিনি একজন ইনফ্লুয়েন্সার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সোলো হানিমুনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘নিজের জীবন উপভোগ করার পুরুষের উপর নির্ভর করার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। শুধু ঘুরতে যাওয়াই নয়, সন্তান ধারণের জন্যও তিনি কোনো পুরুষের উপর নির্ভর করতে চান না এই নারী । ৩০ বছর বয়স থেকেই ব্রিটানির বেশ রোমাঞ্চকর জীবন কাটানোর আগ্রহ জাগে । তবে তার জন্য কোনো সঙ্গীর অপেক্ষা করতে তিনি মোটেই চাননি। ব্রিটানি অ্যালিন জানিয়েছেন, ‘দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে আমি খুশি ছিলাম না। আর নতুন সম্পর্কে যাওয়ার জন্য কাউকেই তেমন ভালো লাগেনি। তাই আর পুরুষের উপর নির্ভর করতে চাই না কোনো বিষয়েই। ’আর এ কারণেই নিজেকে ভালোবেসে একাই হানিমুনে যাওয়ার কথা ভাবেন ব্রিটানি। আর সেই সিদ্ধান্তে পাশে পেয়েছিলেন তার অভিভাবককে। নিজের প্রেমের জীবন ও বিয়ে ভাগ্য ভালো না হলেও অন্য দম্পতির প্রতি ঠিকই সম্মান আছে ব্রিটানির। তার মতে, ‘বিয়ের বন্ধন অত্যন্ত মধুর, তবে সবাই সে সুখ পায় না।’ যদিও তার বয়স যখন ২০ বছরের কোঠায় ছিল তখন তিনি অন্যান্যদের মতো বিয়ে করে সংসার করার কথাই ভেবেছিলেন। তবে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর তার সেই ধারণা বদলে গিয়েছে। বর্তমানে ইউটিউবে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এই ইনফ্লুয়েন্সার। নারীদেরকে একা বাঁচার, সংগ্রাম করার ও নিজের জীবনকে উপভোগ করার উৎসাহ দেন ব্রিটানি। নারীকে কোনো কিছুর সঙ্গে আপোশ না করে নিজের শর্তে বাঁচার উৎসাহ দেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

- Advertisement -
- Advertisement -

সর্বশেষ