আজ বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার কাছে বড় হারের লজ্জা পেল ভারত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ক্রীড়া ডেস্ক:

দ্বিতীয় ওয়ানডেতে ভারত ১১৭ রানে অলআউট হতেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। শুধু দেখার ছিল অস্ট্রেলিয়া মামুলী লক্ষ্য কত দ্রুত তাড়া করতে পারে। সফরকারী দল বিস্ফোরক ব্যাটিংয়ে ১১ ওভারে নিশ্চিত করেছে ১০ উইকেটের জয়। অস্ট্রেলিয়ার বল বাকি ছিল আরও ২৩৪টি। বল বাকি থাকার হিসেবে ওয়ানডেতে এটি রোহিতদের সবচেয়ে বড় হার! তাতে ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-১ সমতা ফিরিয়েছে।

মামুলী স্কোর পেয়ে দুই ওপেনার মিচেল মার্শ এবং ট্রাভিস হেড বিস্ফোরক ব্যাটিংয়ে শুরুতেই ভারতীয় বোলিংয়ের ওপর শাসন করতে থাকেন। মার্শ এতই আগ্রাসী ছিলেন যে ২৮ বলে ফিফটি ছাড়িয়েছেন। ট্রাভিস হেডও কম ছিলেন না। ২৯ বলে তুলে নেন ফিফটি। দুই ব্যাটারের ফিফটিতে তারা ১১ ওভারেই জয় নিশ্চিত করেছে। ৩৬ বলে ৬৬ রানে অপরাজিত থাকা মার্শের ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছয়। ৩০ বলে ৫১ রানে অপরাজিত হেডের ইনিংসে ছিল ১০টি চার।

ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিশাখাপত্তমে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় সফরকারী দল। যে লক্ষ্যে তাদের বোলিং নেওয়া, দেখা যায় সেটা সফল হয়েছে স্কোর পঞ্চাশ না হতেই! মিচেল স্টার্ক-অ্যাবটের গতিতে পরাস্ত হয়ে অর্ধেক ব্যাটার সাজঘরের পথ ধরেছেন! অ্যাবটের আগুনে বোলিং আরও সর্বনাশ করেছে। তাতে ২৬ ওভারে ১১৭ রানেই ভারত অলআউট হয়েছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এটাই তাদের সর্বনিম্ন দলীয় স্কোর।

- Advertisement -

ভারত নবম ওভারে ৪৮ রানের মধ্যে চার উইকেট হারিয়েছে। প্রথম ওভারে শুবমান গিল, পঞ্চম ওভারে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। তার পর নবম ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে ভাতের টপ অর্ডার ভেঙে দিয়েছেন স্টার্ক। ৪৯ রানে স্বাগতিকদের পঞ্চম উইকেট নিয়েছেন অ্যাবট।

তখন ক্রিজে ছিলেন বিরাট কোহলি। সঙ্গী ছিলেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। কিন্তু নাথান এলিসের ঘূর্ণিতে কোহলি এলবিডাব্লিউ হতেই ম্যাচ চলে যেতে থাকে পরিণতির দিকে। ৩৫ বলে কোহলির ৩১ রানই ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। জাদেজাকেও (১৬) এলিস ফেরালে ৯১ রানে পতন হয় সপ্তম উইকেটের। কোহলি-জাদেজার ২২ রানের জুটি-ই ভারতকে কিছুটা এগিয়ে নিয়েছে।

৮ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। ম্যাচসেরাও তিনি। ২৩ রানে অ্যাবট পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট। ১৩ রানে দুটি  উইকেট নেন নাথান এলিস।

আলোকিত প্রতিদিন/ ১৯ মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -