আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অঞ্জলির অরোরা ভিডিওতে কটাক্ষের বন্যা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

‘কাঁচা বাদাম’ রিলে নেচে একসময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। তারপর থেকে নিয়মিত ইনস্টাগ্রাম রিলে ধরা দেন এই সুন্দরী। এবারও ধরা দিলেন, তবে প্রশংসার বদলে এবার তাকে শুনতে হলো সমালোচনা। সামাজিকমাধ্যমে রীতিমতো ধেয়ে আসলো কটাক্ষের বন্যা।

তার এই সাজসজ্জা এবং রিল বানানো নাকি অনুরাগীদের দাবি মেনেই। এমনটাই লিখেছেন রিলের ক্যাপশনে। অনুরাগীদের সেই ‘অন ডিমান্ড’ পূরণ করতে পারেননি অঞ্জলি। তেমনটাই দেখা গেছে অধিকাংশের কমেন্টে।

এদিন সাদা টপ এবংয কালো মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলি। পায়ে চামড়ার বুট। ক্যামেরার কেরামতিতে ধরা পড়েছে তার সুঠাম চেহারা। নেটাগরিকদের কারো মন্তব্য, ‘সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’ কেউ লিখেছেন, ‘ইশ্! কী খারাপ!’

- Advertisement -

আগেও বেশ কয়েকবার পোশাক নিয়ে মন্দবাক্য শুনতে হয়েছে অঞ্জলি অরোরাকে। কিছু দিন আগে এক ভিডিওতে তার নিম্নাঙ্গের অন্তর্বাস প্রকাশ্যে আসায় সমালোচনায় পড়তে হয়েছিল সাবেক এই ‘লক আপ’ তারকাকে।  যদিও তার দাবি, ভাইরাল হওয়া তরুণী তিনি ছিলেন না।

আলোকিত প্রতিদিন/ ১৪মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -