আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অস্কার মঞ্চে দীপিকা,আত্মহারা কঙ্গনা!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

কঙ্গনা রনৌত, যিনি কিনা সমস্ত তারকাদের নিয়েই নানান ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকেন। এবার তার সবচেয়ে বড় শত্রু দীপিকাকে নিয়ে প্রশংসার ফুল ঝরিয়েছেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।  ১৩ মার্চ সোমবার সকালে অস্কার মঞ্চে দীপিকাকে দেখে, আনন্দে আত্মহারা হলেন কঙ্গনা। দীপিকার প্রশংসা করছেন কঙ্গনা! খবর আগেই এসেছিল যে এবার অস্কারের মঞ্চে পুরস্কার দিতে দেখা যাবে দীপিকাকে। তাই তো, সোমবার সকাল অর্থাৎ মার্কিন মুলুকে বিকেল বিকেল পরনে অফ শোল্ডার গাউন, হালকা মেকআপ, সঙ্গে স্লিক নেকলেস – অনবদ্য মোহময়ী রূপে হাজির হলেন দীপিকা।

তার এই ভিডিও শেয়ার করেই কঙ্গনা লিখলেন, ‘কী সুন্দর লাগছে দীপিকাকে। নিজের দেশকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। এত সুন্দর এবং গর্বের সঙ্গে তিনি কথা বলছেন, আমাদের দেখেও ভাল লাগছে। ভারতের নারীদের উনি অস্কারের মঞ্চে এক অনন্য জায়গায় নিয়ে গেলেন। দীপিকার হাসি নজর কেড়েছে সকলের। কথা বলতে বলতে বারবার থেমেও যাচ্ছিলেন দীপিকা। চারিদিকে সকলের উৎসাহ কম নয়। চিয়ার্স করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনেকে। এদিকে, অস্কার এসে গিয়েছে ‘আরআরআর’-এর ঝুলিতে। তারপর থেকেই, যেন উৎসবে মাতলো ভারত।

আলোকিত প্রতিদিন/ ১৩মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -