আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের বাখমুত শহর দখল করতে চাইছে রাশিয়া। তবে কোনোভাবেই শহরটি হাতছাড়া করতে চায় না ইউক্রেন। রাশিয়ার কবল থেকে গুরুত্বপূর্ণ এই শহরটি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। কিয়েভ জানিয়েছে, তারা কিছুতেই রাশিয়ার সামরিক বাহিনীকে বাখমুত দখল করতে দেবে না। মূলত বাখমুত হলো পূর্ব ইউক্রেনের প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি শহর যা গত কয়েক মাস ধরে রাশিয়ার সেনারা দখল করতে চাইছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের সেনাবাহিনী এই শহরকে বাঁচাবে। তারা কোনোভাবেই রাশিয়ার সেনাকে শহরটি দখল করতে দেবে না। ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত এবং তার আশপাশের শহরে রাশিয়ার সামরিক বাহিনী ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলতে চেষ্টা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘বাখমুত-সহ ডনবাস এলাকায় কষ্টকর এবং কঠিন লড়াই হচ্ছে।