আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু-৩২

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা ২৬ জন থেকে বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার লারিসার মধ্যবর্তী স্থানে দ্রুতগামী একটি যাত্রীবাহী এবং একটি মালবাহী ট্রেন একই লাইনে চলে আসলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ট্রেন দু’টি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল। যাত্রীবাহী ট্রেনটি রাজধানী এথেন্স থেকে থেসালোনোকিতে যাচ্ছিল। এ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া  যাত্রীরা জানিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা।

গ্রিস সংবাদমাধ্যম ইআরটিকে একজন পুরুষ যাত্রী বলেছেন, ‘আমরা শুধু বিকট শব্দ শুনতে পাই। এরপর ট্রেন গড়ানো শুরু করে। গড়িয়ে থেমে গেলে আমি বের হয়ে যেতে সমর্থ হই।’

অপর এক যাত্রী বলেছেন, ‘এটি ছিল ১০ সেকেন্ডের এক দুঃস্বপ্নময় মুহূর্ত। ধোঁয়ার আর আগুনের কারণে কিছু দেখা যাচ্ছিল না।’ তিনি আরও বলেছেন, ‘আমরা বগির ভেতর উলট-পালট খাচ্ছিলাম এরপর আতঙ্ক শুরু হয়। বৈদ্যুতিক তারে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। বগির ডান পাশ, বাঁ পাশ সবদিকে আগুন ছিল। তখন আমাদের শরীর পুড়ে যাচ্ছিল।’

- Advertisement -

বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, দুর্ঘটনার পর পর ট্রেনের সামনের বগিগুলোতে আগুন ধরে যায়। উপায় না দেখে তারা জানালা ভেঙে বের হন। ট্রেনের সামনের দু’টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিন এবং চার নাম্বার বগি লাইন থেকে ছিটকে পাশের মাঠে আছড়ে পড়ে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে একটি গিরিখাদও রয়েছে। ‘যাত্রীবাহী এবং মালবাহী দু’টি ট্রেনই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি গিয়ে দেখি অনেকে জানালা ভেঙে বের হয়ে এসেছেন। যাত্রীরা ভয়ার্ত, অনেক ভয়ার্ত ছিলেন। তারা বুঝতে পারছিলেন না কোথায় আছেন।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রেনের সামনের বগিটিতে ছিল রেস্টুরেন্ট। যখন দুর্ঘটনা ঘটে তখন সেখানে অনেকে ছিলেন। ধারণা করা হচ্ছে, যারা মারা গেছেন তাদের বেশিরভাগই সেই সময় ট্রেনের ভেতর হয়ত খাবার খাচ্ছিলেন।

দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া এক তরুণ নাম প্রকাশ না করে বলেছেন, ‘সংঘর্ষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রেনটিতে শক্ত ব্রেক অনুভব করি,  এরপরই আগুনের ফুলকি দেখা যায় এবং হঠাৎ ট্রেনটি থেমে যায়। আমাদের বগিটি লাইনচ্যুত হয়নি। কিন্তু আমাদের সামনের বগিটি পড়ে যায় এবং ভেঙে যায়।’ তিনি জানিয়েছেন, এ ঘট্নায় তিনি কেঁপে ওঠেন। হঠাৎ দুর্ঘটনা শিকার হয়ে হতভম্ব হয়ে যান। কিন্তু খানিক সময় পরই নিজের ব্যাগ দিয়ে জানালা ভেঙে ট্রেন থেকে বের হন।

এদিকে গ্রিসের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন মানুষ ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ০১ মার্চ -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -