আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ফাইনালের আগে নগর বাউল উন্মাদনায় মেতেছে গোটা স্টেডিয়ামে

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

বিপিএলের নবম আসরের ফাইনালের আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। প্রথমে ‘মাকসুদ ও ঢাকা’, তারপর ‘ওয়ারফেজ’ মঞ্চ মাতায়। সবার অপেক্ষা কেবল জেমসের জন্যই! ঘড়িতে পাঁচটা বাজতেই মঞ্চে ওঠেন জেমস। একের পর এক তার বিখ্যাত গানে উন্মাদনায় মেতেছে গোটা গ্যালারি।

স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডকে পেছনে রেখে বানানো হয় মঞ্চ। সেই মঞ্চে ‘কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন জেমস। প্রথম গান গাইতেই স্টেডিয়ামে গগনবিদারী চিৎকার। কানায় কানায় পূর্ণ পুরো গ্যালারি যেন নগরবাউলে মাতাল। জেমস তার বিখ্যাত বেশ কয়েকটি গান গেয়েছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য- ‘দেওয়ানা মাস্তানা’, ‘তারায় তারায় রটিয়ে দেবো’, ‘মীরা বাঈ’ ইত্যাদি।

জেমসের গানে এতোই মজে ছিলেন দর্শকরা, সন্ধ্যা ছয়টায় টসের সময়ও ‘ওয়ান মোর, ওয়ান মোর’ স্লোগান ওঠে। পাক্কা এক ঘন্টা গ্যালারি মাতিয়ে জেমস ‘ভিগি ভিগি’ গানে শেষ করেন তার ঝাঁজালো পারফর্মেন্স। আশ্বাস দিয়ে গেছেন, ‘বেঁচে থাকলে আবার দেখা হবে।’

- Advertisement -

আলোকিত প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -