আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ইউনিক ইন্টারন‌্যাশনাল এর বার্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরস্কার বিতরনী

আরো খবর

মোঃ আলা‌মিন মাহমুদ
মা‌নিকগ‌ঞ্জে ইউনিক ইন্টারন‌্যাশনাল এর বার্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠীত হ‌য়ে‌ছে। ১৬ ফেব্রুয়ারী বৃহস্প‌তিবার বি‌কে‌লে ইউনিক স্কুল প্রাঙ্গন মা‌ঠে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান হ‌য়ে‌ছে। ইউনিক ইন্টারন‌্যাশনাল স্ক‌ু‌লের প্রতিষ্ঠাতা প‌রিচালক মোঃ হা‌বিবুর রহমান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মা‌নিকগঞ্জ ডায়‌বে‌টিক স‌মি‌তির সাধারন সম্পাদক ও সা‌বেক জেলা আওয়ামীলী‌গের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রধান আলোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আলো‌কিত প্রতি‌দিন প্রত্রিকার সম্পাদক ড. সৈয়দ রনো, ৭ নং ওয়‌ার্ডের পৌর কাউন্সিলর মোঃ ক‌বির হো‌সেন, ম‌ানিকগঞ্জ জেলা  ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আসিব‌ুল ইসলাম ত্রয়ো সহ অত্র বিদ‌্যাল‌য়ের শিক্ষক শি‌ক্ষিকা ও অ‌ভিবাবকবৃন্দ। দুই দিন ক্রীড়া প্রতি‌যে‌া‌গিতা শে‌ষে বিজ‌য়ী‌দের মাা‌ঝে পুরস্কার ত‌ু‌লে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -