আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যনগরে ৬ বোতল ভারতীয় মদ সহ যুবক গ্রেপ্তার

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, মধ্যনগর( সুনামগঞ্জ):
সুনামগঞ্জের মধ্যনগরে ৬ বোতল ভারতীয় মদ সহ মনোয়ার মিয়া  (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  মধ্যনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক মধ্যনগর  উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের দাতীয়াপাড়া   গ্রামের মোঃ আব্দুর নুরের ছেলে।
১০ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮ টার   দিকে উপজেলার বংশীকুন্ডা (উ:)  ইউনিয়নের কার্তিকপুর   এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি মধ্যনগনর থানা পুলিশের অভিযানে  উপজেলার বংশীকুন্ডা( উ:) ইউনিয়নের কার্তিকপুর রাস্তা  সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ সহ মনোয়ার মিয়া  কে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে ৬ বোতল অফিসার চয়েজ ব্লু । গ্রেপ্তারকৃত যুবক মনোয়ার মিয়ার   বিরুদ্ধে মধ্যনগর  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের করা হয়েছে।
মধ্যনগর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক  এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী কে বিচারিক আদালতের মাধ্যমে   কারাগারে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -