আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের ‘গোয়েন্দা’ বেলুন ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল বিশালাকৃতির চীনের একটি নজরদারি বেলুন। অনেক নাটকীয়তা পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়  ৪ ফেব্রুয়ারি শনিবার যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে,বেলুনটিকে গুলি করে মার্কিন জলসীমায় নামিয়ে আনা হয়েছে। এর একটি ভিডিও প্রকাশ হয়েছে। বেলুনটি বিস্ফোরণের পর সাগরে পড়ে যায়।  বেলুনটি ধ্বংস করতে একটি এফ-২২ জঙ্গি বিমান ব্যবহার করা হয়। অভিযান পরিচালনার সময় উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। জনসাধারণে চলাচলে সামিয়ক সময়ের জন্য সতর্কতা জারি করা হয়।

এভাবে শক্তিপ্রয়োগ করে একটি চালকবিহীন বেলুনে হামলা চালানোয় ৫ ফেব্রুয়ারি রবিবার তীব্র প্রতিবাদ এবং অসন্তোষ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি দাবি করে, বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছে যায়।

সূত্র: বিবিসি
আলোকিত প্রতিদিন/৫ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -