আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বনবিভাগের অভিযানে ৭০ ঘনফুট গর্জন কাঠভর্তি  ডাম্পার জব্দ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার):
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের, ঈদগড় সদর বিটের ক্লাবের ঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে ৭০ ঘনফুট অবৈধ গর্জন কাঠভর্তি ডাম্পার আটক করা হয়েছে। 
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল আহসানের নেতৃত্বে ঈদগড় রেঞ্জের সদর বিটে ক্লাবের ঘোনা নামক এলাকায়  অভিযান চালিয়ে গর্জন কাঠ ভর্তি ডাম্পার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল আহসান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঈদগড় রেঞ্জের ঈদগড় সদর বিটের অধীনে ক্লাবের ঘোনা ডাম্পারটি সামাজিক বনায়নের গর্জন  গাছ চুরি করে রাতের অন্ধকারে পাচার করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গর্জন  গাছসহ ডাম্পারটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পাচারকারীদের চিহ্নিত পূর্বক বন আইনে মামলা দায়ের করা হবে। অভিযানে স্টাফ, ভিলেজারাসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ এবং সতর্ক রয়েছেন। বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি এবং কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -