4:25 pm |আজ রবিবার, ২২শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই রজব ১৪৪৪ হিজরি
খালেদ হাসানঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন হওয়ার পর থেকেই নগরীকে আধুনিক, টেকসই,পরিচ্ছন্ন ও আলোকময় করে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহি কতায় গত ২৩/১/২৩ ইং তারিখ সন্ধ্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ ও ৩০ নং ওয়ার্ডে প্রায় ২৫ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটিমেয়র মোঃ ইকরামুলহক টিটু। এই সময় মেয়র সুইচটিপে তিনকোনা পুকুর পাড় থেকে কল্পাবাইপাস হয়ে কেরানী বাড়ি এবং খাগডহর বাজার পর্যন্ত ও কাঠগোলা বাজার হতে গলগন্ডামোড় হয়ে খাগডহর বটতলা ভূমি অফিস ও বিভিন্ন সংযোগ সড়কে এ সড়কবাতি উদ্ধোধন করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্ধোধন করা হয়। উদ্ধোধন কালে মেয়র বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে আন্তরিক। সিটির উন্নয়নে তিনি যে বরাদ্দ দিয়েছেন তাদিয়ে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডকে ঢেঁলে সাজানোর চেষ্টা করছি। মসিক মেয়র আরও বলেন, আমরা একটি আধুনিক এবং টেকসই নগরী বিনির্মাণে কাজ করছি। যেসব ওয়ার্ড কম উন্নত সেগুলোতে বিশেষ দৃষ্টি দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্ধোধন কালে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামানবাবু, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার ওকাউন্সিলর কাউসার ই জান্নাত, জন সংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি -২০২৩/মওম