5:06 pm |আজ রবিবার, ২২শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই রজব ১৪৪৪ হিজরি
অনলাইন ডেস্ক
মোবাইল ছাড়া বর্তমান বিশ্বের আধুনিক এক ব্যক্তি একটা দিনও ভাবতে পারে না। এক ফোনেই হাতের মুঠোয় এখন পুরো বিশ্ব। তবে সম্প্রতি একদল বানরকে মোবাইলে মগ্ন থাকতে দেখা গেছে! শুনতে অবাক করার মতো হলেও বাস্তবে এমনটি ঘটেছে বলে ধারণা করা হয়েছে বলে মনে হচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অন্তত ৫টি বানরকে দেখা গেছে সেখানে। এরমধ্যে মনে হচ্ছে তিনটি বানরই মোবাইলে আসক্ত! ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ একমনে মোবাইলের দিকে চেয়ে আছে। কেউ আবার দিব্যি স্ক্রল করছে। ছবি ছুঁয়েও দেখছে। চতুর্থজনও মাঝেমধ্যে উৎসাহ দেখাচ্ছে। তবে ভিডিওটি ভারতের কোথাও থেকে ধারন করা হয়েছে কি না-সেই নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি এখনো।এ ছাড়া ঠিক কোথায় এই ভিডিও ধারন করা হয়েছে-সেই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি