ক্রীড়া ডেস্ক:
টানা তিন জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল এখন অপরাজেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে উঠেছে লাল-সবুজ দল। পরের পর্বে দিশা বিশ্বাসরা লড়বে ‘ডি’গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং তিনে থাকা আরব আমিরাতের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশের প্রথম ম্যাচে ২১ জানুয়ারি শনিবার। লড়বে গ্রুপ রানার্সআপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৫ জানুয়ারি বুধবার খেলবে গ্রুপ ‘ডি’র তৃতীয় স্থানে থাকা দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় বিকাল পৌনে ছয়টায়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে উঠেছে।
আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি -২০২৩/মওম