আজ শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

ইয়াংছার খাল খনন বন্ধের দাবীতে গন সাক্ষর দিয়েছেন কৃষক শ্রমিকসহ জনসাধারণ

-Advertisement-

আরো খবর

মোঃ এমরান 
৬৪টি জেলার অভ্যন্তরস্হ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)২০২২-২৩ অর্থবছরের, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বান্দরবান জেলা কর্তৃক বাস্তবায়নে বান্দরবান জেলার লামা উপজেলার ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ইয়াংছা খাল পুনঃখনন করার কাজ বন্ধের দাবীতে এলাকার অধিকাংশ মানুষ গন সাক্ষর দিয়েছেন।কৃষকদের সুবিধার্থে সরকার সারাদেশের নদীগুলো খনন করছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার নদীগুলোর খনন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। জেলার লামা উপজেলার ইয়াংছা খাল খনন এর কাজ শুরু করেছেন। কিন্তু খনন করার সময় খালের উভয় ধারে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। কৃষকরা বলেন, এসময় খালের উভয় পাশে আমরা ধান, গম, ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল ও শাকসবজীর চাষ করেছি। কিন্তু হঠাৎ করেই এসে খাল খনন করার নামে বালু উত্তোলন শুরু করে দিয়েছে।তাঁরা বলেন, যে উন্নয়নে জনগণ ততা দেশের লাভ হয়না এমন উন্নয়ন আমরা চাইনা।এক কৃষক বলেন, আমাদের খালটি মিলিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী মাতামুহুরি নদীতে, মাতামুহুরি নদীটি খনন না করে আমাদের এই ছোট্ট খাল কখন করে কি হবে? মাতামুহুরি নদী কনন করলে এমনিতেই আমাদের খাল গভীর হয়ে যাবে। তাঁরা আরো বলেন, গাছের গোড়ায় পানি না দিয়ে আগার মধ্যে হাজার পানি দিলেও ফসল ভালো হয়না, ঠিক তেমনি মাতামুহুরি নদী খনন না করে ইয়াংছা খাল খনন করলে কোন লাভ হবেনা, বরং বর্ষার সময় বৃষ্টির পানি উঠলে আরো ক্ষতি হবে, খালের উভয় পাশের ফসলি জমি গুলো ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাবে। চলাচলের রাস্তা ভেঙ্গে যাবে, মাদ্রাসার ক্ষতি হবে, যাতায়াতের ব্রিজের ক্ষতি হবে।
এদিকে সচেতন মহল বলছেন, আমাদের ইয়াংছা খাল খনন করলে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, খালের উভয় পাশে ধান, গম ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করেছে কৃষকরা, শুধু তাই নয়, অনেক কষ্টের বিনিময়ে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ আমরা একটি রাস্তা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় রাস্তাটি এখন থেকেই ভাঙ্গন শুরু করে দিছে, রাস্তার পাশেই ইয়াংছা খাল চলে আসছে, এই মুহূর্তে যদি ইয়াংছা খাল খনন করা হয় তাহলে রাস্তা একেবারেই ভেঙ্গে যাবে। শুধু তাই নয়, লামা-আলীকদম যাতায়াতের একমাত্র মাধ্যম ইয়াংছা ব্রিজ, ব্রিজের অবস্থা এমনিতেও ঝুঁকিপূর্ণ, খাল খনন করলে ব্রিজের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, পার্শ্ববর্তী একটা মাদ্রাসার ও ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে ইউনিয়নের ইয়াংছা খালের পাশে পাড়া গুলোতে গেলে কৃষকরা জানান, লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। পেশায় কৃষক আর জীবিকার একমাত্র উৎস কৃষি। আমরা বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু খাল খনন এর নামে বালু উত্তোলন করে আমাদের নানা ধরনের সবজির ক্ষয়ক্ষতি করতেছে। আমরা এই খাল খনন নামে বালু উত্তোলন একেবারে বন্ধ চাই। আমাদের একটিই দাবী আমাদের এই ইয়াংছার খাল খনন বন্ধ করা হউক। এবং এলাকার সবাই গন সাক্ষর করেছেন, তাছাড়া স্হানীয় সরকার, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বরাবর দরখাস্ত লেখেছেন। লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোস্তফা জামাল ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম ঘটনা স্থলে এসে জনগণের সাথে কথা বলে খাল খনন আপাতত বন্ধ রেখেছেন৷ তাঁরা জনগণকে আশ্বাস দিয়েছেন জনগণের ক্ষতি হয় এমন কাজ তাঁরা করবেননা এবং উপজেলা পর্যায়ে ইউএনও সহ বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -