আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ চীন সাগরে সংঘর্ষ এড়ালো চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়ালো চীন-যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, চলতি মাসে মার্কিন বিমান বাহিনীর একটি প্লেনের মাত্র ২০ ফুট দূরে দিয়ে উড়ে যায় বেইজিংয়ের একটি ফাইটার।

মার্কিন সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে অভিযোগ করেছে, গত ২১ ডিসেম্বর চীনের জে-১১ যুদ্ধ বিমানের পাইলট অনিরাপদ দূরত্ব অবলম্বন করে বিপজ্জনকভাবে পাশ দিয়ে উড়ে যান। সংঘর্ষ এড়াতে আরসি-১৩৫ বিমানটি পদক্ষেপ নিতে বাধ্য হয়। এমন ঘটনার একটি ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে মার্কিন নজরদারি বিমানের নাকের পাশে দিয়ে উড়ছে। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় আরসি-১৩৫ বিমানটি আইন মেনে নিয়মিত মহড়া চালাচ্ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েকটি দেশের বিরোধ চলে আসছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়েও মাঝে মধ্যেই চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করে। চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে জলসীমার মালিকানা দাবি করে আসছে তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ব্রুনেই।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/ ৩০ ডিসেম্বর– ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -