প্রতিনিধি, কালিয়াকৈর:
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন, এই প্রতিপাদ্যে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে জন সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর বুধবার বিকালে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমদাদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, পৌরসভার প্যানেল মেয়র, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২৮ ডিসেম্বর– ২০২২/মওম