আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়িতে খড়ের গাদায় আগুন 

আরো খবর

প্রতিনিধি,ফুলবাড়ি (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলায় কুয়াশা এবং শিরশির বাতাসের কারনে গ্রামের মানুষরা শুরু  করেছে আগুন জ্বালিয়ে আগুনে পাশে দাঁড়িয়ে  গা গরম করা। আর ঐ আগুন  দিয়েই যে মানুষের নানা ধরনের  ক্ষতি  হয় সেদিগটা মানুষ  বর্তমান খেয়ালে করে না। ঠিকএই রকম একটি  দূর্ঘটনা  ঘটেছিল মঙ্গলবার  আনুমানিক ৩ টার  ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা( আগটারী) ০৭ নং ওয়াডে। ঐ গ্রামের বাসিন্দা  যোগেন চন্দ্র  বর্মন,পিতাঃ ছটপটু চন্দ্র  বর্মন এর বাড়ীতে। বাড়ির সামনে  দিয়েছিল খড়ের একটি গাদা,সেই খড়ের গাদাটির পাশে আগুন জ্বালিয়ে আগুনে পোয়ানো শুরু করে যোগেন চন্দ্র  বর্মন,শিরশির বাতাসের কারনে সেই আগুন  লাগে খড়ের গাদায়। আগুন দেখে এলাকার  লোকজন  চিল্লাচিল্লি করলে দুরদুরান্ত থেকে লোকজন  ছুটে আসে আগুন  নিভানোর  জন্য,কিন্তু এলাকার লোকজন  আগুন নিভানোর চেষ্টা  করেও আগুন  নিভাতে পারে না। তারপর ফুলবাড়ি ফায়ার সার্ভিসে মোবাইলে যোগাযোগ করা হলে,ফায়ার  সার্ভিসের একটি টিম  সেখানে দূত উপস্থিত  হয়ে আগুন  নিভিয়ে  ফেলে। সরেজমিনে গিয়ে দেখা যায় আনুমানিক  প্রায় দশ হাজার টাকা  ক্ষতি  হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৭ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -