আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মার্কিন দূতাবাসে সান্তা এলেন রিকশায় চড়ে!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক:

 সিনেমার পর্দায় দেখা যায় বড়দিনে সান্তা ক্লজ আসেন হরিন টানা স্লেজে চড়ে।  আকাশে উড়ে উড়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের উপহার দিতে আসেন তিনি। এবছর বাংলাদেশে মার্কিন দূতাবাসে সান্তা এসেছেন রিকশায় চড়ে।

মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে দেখা যায়, সান্তা বসে আছেন রিকশায়, আর চালকের আসনে আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। অন্যান্যরাও সান্তার সঙ্গে ছবি তুলছেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে  বড়দিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৫ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -