আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ইউরোপে গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৩ সালে ইউরোপে গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, ইউরোপীয় ইউনিয়নে এই শীতের জন্য পর্যাপ্ত গ্যাস রয়েছে। তবে রাশিয়া যদি সরবরাহ আরও কমিয়ে দেয় তবে আগামী বছর এর ঘাটতি দেখা যেতে পারে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য উদ্ধৃত করে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তিনি বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি তা সত্ত্বেও আমাদের আগামী বছর চাহিদার চেয়ে ৩০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাসের ঘাটতির মুখে পড়ার শঙ্কা রয়েছে।

এদিকে জার্মানির অতি রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি নেতা টিনো ক্রুপাল্লা বলেছেন, জ্বালানি চাহিদা মেটাতে জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা। তিনি বলেন, এএফডি এমন পররাষ্ট্রনীতি চায় যেখানে  দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যদি রুশ গ্যাসের অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সরবরাহকারীকে প্রয়োজন পড়বে। যতটা সম্ভব আমাদের ইরান থেকেও গ্যাস কিনতে হবে।

আলোকিত প্রতিদিন/ ১৩ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -