4:49 pm |আজ রবিবার, ২২শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই রজব ১৪৪৪ হিজরি
স্পোর্টস ডেস্ক
নকআউট নির্ধারণী দুই ম্যাচের আগে এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যান…
স্পেন-জাপান: দুই দল এর আগে মাত্র একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০২১ সালে সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন।
জার্মানি-কোস্টারিকা: দুই দল একবার মুখোমুখি হয়েছিল এবং সেটা বিশ্বকাপেই। ২০০৬ বিশ্বকাপে সে ম্যাচে জার্মানি জিতেছিল ৪-২ গোলে।
আলোকিত প্রতিদিন // আর এইস কে