আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

জেনে নিন কীভাবে তৈরি করবেন ভাপা পিঠা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

লাইফস্টাইল ডেস্ক:

রাজধানীতে শীত শীত অনুভূতি তেমন টের পাওয়া না গেলেও দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে ঠান্ডা পড়ছে। আর শীত মানেই পিঠা-পুলি খাওয়ার ধুম পড়া। শীতের পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভাপা পিঠা। স্বাদে অনন্য এবং জনপ্রিয়  পিঠা এটি। সাধারণত পিঠার দোকানেই বেশিরভাগ মানুষ ভাপা পিঠা কিনে খান।

উপকরণ
১. চালের গুঁড়া
২. খেজুরের গুড়
৩. নারকেল

সকল উপাদান পরিমাণমতো।

পদ্ধতি

- Advertisement -

প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিন।  সঙ্গে সামান্য লবণ মেশাতে হবে । এবার চালের গুঁড়ায় সামান্য পানি ছিটিয়ে ঝুরঝুরা করে মাখিয়ে নিন। এবার চুলায় পিঠা বানানোর পাত্রটি গরম করে নিন। তারপর ভাপা পিঠার ছাঁচে প্রথমে চালের গুঁড়া নিয়ে তার উপরে দিয়ে দিন খেজুরের গুড়। তার উপরে চাইলে ২-৩টি কিসমিস এবং নারকেল কোরা দিন। তারপর চালের গুঁড়া দিয়ে গুড় ঢেকে উপরে সামান্য নারকেল ছড়িয়ে দিন। এবার একটি পাতলা ভেজা কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে ভাপে বসিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে কাপড় ধরে তুলে নিন পিঠা। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ভাপা পিঠা।

আলোকিত প্রতিদিন/ ২৯ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -