ক্রীড়া ডেস্ক:
তাকে কেন ‘অদৃশমানব’বলা হচ্ছে তার বাস্তব প্রমাণ গতকালকেই দেখা গেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারের অনুপস্থিতিতেও কাসেমিরোর দর্শনীয় গোলে হলুদ উৎসব করেছে ব্রাজিল। যার দ্বৈত চরিত্র মাঠে জন্ম দেয় রহস্যের। সে কারণেই কিনা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ তিতেসহ নেইমার।
গোড়ালির ইনজুরিতে না থাকলেও কাসেমিরোর পারফরম্যান্স নজর কেড়েছে নেইমারের। টুইটারে বলেছেন, ‘অনেক সময় ধরে কাসেমিরো বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার।’ নেইমারের কথার সূত্র ধরে কোচ তিতেরও মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিতে বলেছেন, ‘অভ্যাসগত কারণে আমি সব সময় অপরের মতামতকে সম্মান করি। তবে আজকে বলতেই হচ্ছে, আমি নেইমারের সঙ্গে একমত।’
মিডফিল্ডে কাসেমিরোর বহুমুখী কার্যকর উপস্থিতি কেমন প্রভাব ফেলে সেটা তো গতকালকেই দেখা গেছে। রদ্রিগোর ফ্লিক থেকে চোখের পলকেই কাসেমিরোর ভলি এমন ভাবে জালে জড়ায় যে সুইজারল্যান্ডের তারকা গোলকিপার সমারও হতবাক হয়ে গেছেন। তিতে নিজেও বলছেন, ‘এবং আসলে দলের আশ্চর্য উপাদান। যে কিনা পেছনে থেকে এভাবে আবির্ভুত হয়।’
তিতে অবশ্য তার পরেও নেইমারের অনুপস্থিতি অনুভব করেছেন। তার কথা, ‘নেইমারের ভিন্নধারার স্কিল আছে। বলা যায় সে আসলে ম্যাজিক্যাল মোমেন্টের খেলোয়াড়। বাকিরা নেইমারের পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করছে। তবে আমরা নেইমারকে মিস করেছি।’
আলোকিত প্রতিদিন/ ২৯ নভেম্বর-২০২২/ মওম

