প্রতিনিধি,পাথরঘাটা:
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি পান করে ৫ জন ছাত্র/ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ৩ জন গুরুতর অসুস্থ হয়ে পাথরঘাটা উপজেলা স্বাথ্য কমপ্লক্সে ভর্তি। এঘটনা ঘটে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ১৯ নং গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসুস্থ ছাত্র-ছাত্রীরা সকলেই পঞ্চম শ্রেনির পড়ুয়া
অসুস্থ ছাত্র-ছাত্রীরা হলেন – মারিয়া রোল- ২, সারামনি রোল- ১, জান্নাতি রোল- ৪। মাহফুজ রহমান ও নুরুন্নাহার। এরা দুপুর দুইটার দিকে অসুস্থ হয়। বর্তমানে জান্নাতি ও সারামনি গুরুতর অসুস্থ, অক্সিজেন লাগানো অবস্থায় আছে। প্রথমে মারিয়া পানি পান করে, পরে জান্নাতি, মাহফুজ রহমান এবং নুরুন্নাহার পানি পান করে। মাহফুজুর রহমান ও নুরুন্নাহার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যায় , নুরুন্নাহার। এ বিষয় ঐ স্কুলের প্রধান শিক্ষক – মোঃ শাহআলম, সজল সিকদার বলেন আমরা সহ ছাত্র-ছাত্রীরা একই ট্যাংকির পানি পান করি, শুরুতে এক ছাত্রী পানি খায়, প্রথমে অন্য ছাত্র-ছাত্রীদের ভয় দেখানোর কারণে ঐ একই ক্লাসের ৫ জন অসুস্থ হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানায়, গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পানি পান করে সেই পুকুর থেকে এক সপ্তাহ আগে সংগ্রহ করে যার কারণে পানি দূষিত হয়ে পড়ে, এ কারনে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
আলোকিত প্রতিদিন/ ২৭ নভেম্বর-২০২২/ মওম