[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

গাইবান্ধায় বিভিন্ন কোম্পানীর নকল পণ্য তৈরীর কারাখানা সিলগালা

-Advertisement-

আরো খবর

রানা ইস্কান্দার রহমান
বিভিন্ন ব্রান্ডের মুখ রোচক বিপুল পরিমান শিশু খাদ্য ও নকল পণ্য তৈরীর যন্ত্রপাতি এবং কারখানা সিলগালা করা হয়েছে। গাইবান্ধার  কুঠিপাড়ায় আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে এই  কারখানাটি সিলগালা করে জরিমানা আদায় করেছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সালাম জানান,গাইবান্ধা শহরের কুঠিপাড়ায় সুজন মিয়া তার বাড়িতে  নিউ বিসমিল্লাহ ফুডস নামের নকল কারখানা স্থাপন করে। বিভিন্ন গোপন কক্ষে এসব পণ্য তেরী করে আসছিলো । এসব পণ্যের মধ্যে রয়েছে স্কয়ার গ্রুপের রাধুনী মসলা ,প্রান কোম্পানীর পটোটো চিপস,চানাচুর ,কেক,চকলেট মসলা হলুদ সহ বিভিন্ন  মুখ রোচক শিশু খাদ্য। দীর্ঘদিনের ফেলে রাখা ও গন্ধযুক্ত ডালডা ,সয়াবিন তেল ব্যবহার করা হতো। নকল পন্য তৈরীর অত্যাধুনিক মেশিন বসিয়ে বিভিন্ন কোম্পানীর নকল মোড়ক তৈরী করে বাজারে পাইকারী বিক্রি করে আসছিলেন। এ খবর পেয়ে আজ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে কারখানাটি সিলগাল করে বন্ধ করে দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে কিছু পণ্য পুড়িয়ে ফেলা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -