প্রতিনিধি,মুক্তাগাছা (ময়মনসিংহ):
মুক্তাগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ” বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এবং কন্দাল ফসল উন্নয়ন এর আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
২১ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মূর্শিদা আক্তার কাকুলী,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো.আক্তার হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম জিন্নাহ , উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু,উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন,ওসি মাহমুদুল হাসান প্রমুখ।
তিনদিন ব্যাপী কৃষি মেলায় ২০ টি স্টলে মধ্যে উদ্যান উন্নয়ন কেন্দ্র,বিএডিসি,মুক্তাগাছা,মডেল গ্রাম, আইপিএম,সবজি চারা উৎপাদন,ছাদ কৃষি,কৃষি যান্ত্রিকীকরণ,প্লান্ট ডক্টর ক্লিনিক,কৃষি প্রযুক্তি কর্ণার,সমন্বিত বালাই ব্যবস্থাপনা,কারুণ্য হস্তশিল্প স্টল এ মেলায় স্থান পেয়েছে। আলোচনা শেষে বিভিন্ন স্টল পরির্দশন করেন।
পরে প্রতিমন্ত্রী উপজেলার ১০ টি ইউনিয়নের ১৬ জন কৃষকদের মাঝে নিজস্ব অর্থায়নে পাওয়ার টিলার বিতরণ করেন। এতে প্রতিমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা কৃষকরা ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২০২২/ মওম