আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেমের বিষয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রেম করছেন, এমন গুঞ্জন প্রায়শই শোনা যায়। এর পেছনে কারণও আছে; বিভিন্ন পার্টিতে তাকে এক বিশেষ যুবকের কাছাকাছি দেখা যায়। তার নাম অরহান অত্রামনি। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালি নানান ইস্যুতে প্রেমের চর্চা চলেই আসে। কিন্তু বিষয়টি নিয়ে জাহ্নবী কখনও প্রতিক্রিয়া জানাননি, ছিলেন নীরব।
এবার নীরবতা ভেঙে মুখ খুললেন শ্রীদেবী কন্যা। সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও বলেছেন, তিনি অরহানকে খুব বিশ্বাস করেন। তাদের মধ্যকার পরিচয়ও দীর্ঘদিনের।
এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘অরিকে (অরহান) অনেক বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু অনেক মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসাবে সব সময় ওর পাশে থেকেছি। অরিও আমাকে উৎসাহ দিয়েছে। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো নিরাপদ অনুভব করি। খুব বিশ্বাস করি ওকে।’ ‘অরির মতো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার; যে সবসময় বন্ধুদের পাশে থাকে।’প্রেম বিষয়ে নীরবতা ভাঙলেন জাহ্নবী

 উল্লেখ্য, ‘মিলি’ নির্মিত হয়েছে ২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’র রিমেক হিসেবে। এটি পরিচালনা করেছেন সত্রম মুথুকুট্টি জেভিয়ার। এতে জাহ্নবীর বিপরীতে আছেন সানি কৌশল।
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আলোকিত প্রতিদিন/ ৭ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -

- Advertisement -
- Advertisement -