আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ডনেস্কতে রাশিয়ার ক্ষয়ক্ষতি হয়েছে : জেলেনস্কি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্বাঞ্চলীয় ডনেস্কতে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রচণ্ড পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া। রবিবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। এ খবর জানিয়েছে রয়টার্স । ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ডনেস্ক অঞ্চলে রুশদের ওপর প্রচণ্ড হামলা চলছে। শত্রুরা ক্ষতির মুখে পড়ছে।

জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়া নিজেদের সেনাদের জড়ো করছে ইউক্রেনের অবকাঠামোতে সম্ভাব্য গণহামলা চালানোর জন্য, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে। রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো শহরটির বাসিন্দাদের আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।  তিনি বলেন, এই পরিস্থিতি এড়ানোর জন্য আমরা সব কিছু করছি। কিন্তু বাস্তবতা হলো আমাদের শত্রুরা শহরের বিদ্যুৎ, পানির সরবরাহ বন্ধ করার জন্য সব কিছু করছে। সাধারণভাবে এগুলো ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে এই ভিন্ন পরিস্থিতির আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি।

গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে।
আলোকিত প্রতিদিন/ ৭ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -