আজ বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যবর্তী নির্বাচন নিয়ে সতর্ক করলেন বাইডেন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মেনে নিতে যারা অস্বীকার করবে তারা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে। ৮ নভেম্বরের ভোটে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে মার্কিনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দু’বছর পর ভোটাররা আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে যেহেতু এই নির্বাচন হয়, তাই একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়।এদিন বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা ষড়যন্ত্র মিথ্যাচার চালাচ্ছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফলাফল মেনে নিতে না পেরে সমর্থকদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করান। ক্যাপিটল হিলে অরাজকতা তৈরি করে ট্রাম্পের কট্টর সমথর্করা।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে আরও বলেন, মিথ্যা এবং সহিংসতার কারণে ঝুঁকিতে আছে মার্কিন গণতন্ত্র। ট্রাম্পের কারণেই গণতন্ত্র ঝুঁকিতে পড়েছে।

আলোকিত প্রতিদিন/ ৩ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -