আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গাজর খেলে মিলবে পুষ্টিগুণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

লাইফ-স্টাইল ডেস্ক:

পুষ্টিগুণে অনন্য রঙিন সবজির মধ্যে অন্যতম হচ্ছে গাজর। বিটা-ক্যারোটিন ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর অন্ত্রে ছত্রাকঘটিত যেকোনো সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে। গাজরে থাকা ফ্যালক্যারিনল জরায়ু বা ডিম্বাশয়ের ক্যানসার, সিস্ট, ফাইব্রয়েডসের মতো রোগের ঝুঁকি কমায়। এছাড়া ফাইবার, ভিটামিন এ, ক্যালসিয়াম ও ভিটামিন কে পাওয়া যায় গাজর থেকে। এসব উপাদান আমাদের সুস্থতার জন্য আবশ্যক। গাজরে রয়েছে প্রাকৃতিক কোলাজেন, যা শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। গাজরে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু গাজর কাঁচা খাবেন না রান্না করে খাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, গাজর সালাদ হিসেবে খেলে ফ্যালক্যারিনল পুরো মাত্রায় থাকবে। অন্য দিকে তাপের সংস্পর্শে এলে গাজরের মধ্যে থাকা বিটা-ক্যারোটিনের পরিমাণ বাড়ে। যা চোখ এবং চুলের জন্য বিশেষভাবে উপকারী। কিন্তু অন্ত্রের কোনও সমস্যা থাকলে গাজর কাঁচা না খাওয়াই ভালো। মনে রাখতে হবে কোনও সবজিই যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। তাহলে পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

আলোকিত প্রতিদিন/ ২১ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -