এ,এম স্বপন জাহান
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমান নকল বিড়ি জব্দ করে ধ্বংস ও জরিমানা করেছে মধ্যনগর উপজেলা প্রশাসন।
বুধবার ১৯ অক্টোবর মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার বংশীকুন্ডা (উত্তর, দক্ষিণ) ইউনিয়নের ঘিলাগড়া,বাঙ্গাল ভিটা, নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বেশ কিছু দোকান থেকে নকল, ভেজাল বিড়ি জব্দ করা হয়।এছাড়াও অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডার, ও খোলা প্রেট্রোল বিক্রেতাকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে সর্বমোট ৬ হাজার ৫শত টাকা জরিমানা ও জব্দ কৃত আনুমানিক ২০ হাজার টকা মূল্যের নকল বিড়ি উন্মুক্ত স্থানে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর ভুমি অফিসার আরমান হোসেন,উপজেলা অফিস সহকারী উজ্জ্বল,নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গীয় পুলিশ ফোর্স। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান জানান, অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন সময় বেশি লাভের আশায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ও অনুমোদন বিহীন বিভিন্ন ব্যবসা করে আসছে।এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -