আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ের বিরুদ্ধে লজেন্স চুরির অভিযোগ, থানায় ৩ বছরের শিশু!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

মায়ের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকে শিশুদের। মা চকলেট খেতে দেয় না, কোথাও নিয়ে যায় না- এমন অনেক অভিযোগ। তাই বলে মায়ের বিরুদ্ধে লজেন্স চুরির অভিযোগ জানাতে থানায়! তাও তিন বছরের শিশু! হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে। মায়ের বিরুদ্ধে “গুরুতর” অভিযোগ জানাতে ওই ছোট্ট শিশু থানায় গেছে। একটি ভিডিও ক্লিপ অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগ লিখছে শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও। শিশুটির বাবা সংবাদমাধ্যমকে জানান, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় বায়না ধরেছিল তার ছেলে। থানায় আসার আগে তার স্ত্রী তার ছেলেকে আদরও করেছেন।

তবে শিশুটির অভিযোগের সত্য-মিথ্য কিছু বলেননি তিনি। এই খুদের কাণ্ড অনেকের মন কেড়েছে। ওই থানার এক নারী কর্মকর্তা শিশুটিকে খুবই যত্নসহকারে সাহায্য করেছেন। তিনি এমনভাবে শিশুটির সঙ্গে ব্যবহার করেছেন যেন তার অভিযোগ নেওয়া হচ্ছে। পরে অবশ্য শিশুটিকে বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/ ১৮ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -