উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম রিয়া জানিয়েছে, প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাইলট জানিয়েছেন, উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। এক পর্যায়ে ভবনটিতে আঘাতের পর আগুন ছড়িয়ে পড়ে।
একটি ভিডিওতে মাঝারি পাল্লার জঙ্গি বিমান একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হতে দেখা গেছে। এ সময় ৯তলা বিশিষ্ট ভবনটির একটি বড় অংশে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনার সময় প্যারাস্যুটের করে পাইলট জরুরিভিত্তিতে বিমান থেকে অবতরণ করেন । বিমানটিতে গোলা ছিল বলে খবর ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ সেটি অস্বীকার করেছে।
আক্রান্ত ভবনটি থেকে ৪০ শিশুসহ ২৫০ জনকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- Advertisement -
আলোকিত প্রতিদিন/ ১৮ অক্টোবর-২০২২/ মওম