আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -
আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন থেকে শস্য রফতানির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট বেশ সক্রিয় ছিলেন। এই শস্য দুনিয়ার দরিদ্রতম দেশগুলোতে যায়। সামান্য পরিমাণে হলেও যায়।  ১৩ অক্টোবর বৃহস্পতিবারের  বৈঠকেও এ নিয়ে আমাদের কথা হয়েছে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার জন্যও এরদোয়ানের প্রশংসা করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কোনও উদ্দেশ্য তার দেশের ছিল না। বরং বিদ্যমান সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে মস্কো।
আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে চান কিনা?  এমন প্রশ্নের উত্তরে পুতিন জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত তিনি কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি।

আলোকিত প্রতিদিন/ ১৫ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -