কেবল খুশিই নন, সামনে অভিনেতা হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে খোদ বনি কাপুরকেও। প্রযোজক হিসেবে এত দিন বলিউডে কাটিয়ে দিলেও প্রথমবার পর্দায় দেখা যাবে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবিতে। বাবার অভিষেক প্রসঙ্গে মজা করে জাহ্নবী বলেন, ‘আমি কিন্তু বাবার চেয়েও সিনিয়র।’ খুশি ও জাহ্নবী কাপুর , ইনস্টাগ্রাম
‘মিলি’র মুক্তি উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সম্পর্কে মানুষের ভুল ধারণা নিয়েও আক্ষেপ করেন জাহ্নবী, ‘অনেকেই মনে করে, বলিউডে আমার জায়গা বুঝি পাকা—আমার সম্পর্কে এটিই সবচেয়ে ভুল ধারণা। কারণও আছে, যেহেতু আমি সিনেমা পরিবার থেকে এসেছি, অনেক সুযোগ-সুবিধা পাই। কিন্তু কত কঠোর পরিশ্রম করতে হয়, সেটা তারা জানে না। হয়তো ততটা প্রতিভাবান নই, সবচেয়ে সুন্দরও নই; কিন্তু দেখানোর মতো আমার আরও প্রতিভা আছে। তবে নিশ্চিত করে বলতে পারি, শুটিং সেটে আমি সবচেয়ে বেশি পরিশ্রম করি। চাইলে এটা আমি লিখেও দিতে পারি। ’
‘মিলি’ ২০১৯ সালে মুক্তি পাওয়া মালয়ালম সারভাইভাল থ্রিলার ‘হেলেন’-এর হিন্দি রিমেক। ছবিতে দেখা যাবে, ২৪ বছর বয়সী তরুণী মিলি ঘটনাচক্রে ফ্রিজারে আটকা পড়ে। তাঁর বেঁচে থাকার লড়াই নিয়ে এগিয়ে যায় গল্প। ম্যাথুকুট্টি জেভিয়ার পরিচালিত ছবিটিতে জাহ্নবী ছাড়াও আছেন সানি কৌশল, মনোজ পাহওয়া প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১৪ অক্টোবর-২০২২/ মওম