আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শাল্লায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রীতম দাস:

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সংস্থার যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

১৩ অক্টোবর  বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কনফারেন্স রুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্র্যাক সংস্থার  মনিটরিং কর্মকর্তা সাফায়াত হোসেন, শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দীপু রঞ্জন দাস, ৪নং শাল্লা ইউপির চেয়ারম্যান সাত্তার মিয়া, উপজেলা কৃষি অফিসার  আবদুল্লাহ আল মামুন, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ব্র্যাক এর শাখা ব্যবস্হাপক মিজানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

- Advertisement -

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগে বেশি ক্ষতিগ্রস্থ হয় নিম্নাঞ্চল ও আমাদের হাওরাঞ্চলের এলাকা। এই দূর্যোগ মোকাবেলা করতে হলে আগাম সতর্ক বার্তা এবং কিছু আশ্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও অন্তত দুর্যোগ মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে  ক্ষয়ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাবে।

আলোকিত প্রতিদিন/ ১৩ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -