আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইকবাল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সারে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হোসেন ওই এলাকার মৃত ভেটকু মিয়ার ছেলে। বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোশাররফ হোসেন। তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবাসহ মাদক কারবারি ইকবাল হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
- Advertisement -
- Advertisement -