আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মা‌নিকগ‌ঞ্জে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
মা‌নিকগ‌ঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। পবিত্র রবিউল আওয়ালের ১২ তারিখ মুসলিম বিশ্ব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে। এছাড়াও মুসলিম সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে এ দিবসটি পালন করে। এ উপলক্ষে রবিবার সকা‌লে সদর উপ‌জেলার গড়পাড়া এমাম বাড়ী থে‌কে এক‌টি র‌্যালি বের করা হয় এবং সাত কিলো‌মিটার রাস্তা পা‌য়ে হেটে শহ‌রের বিজয় মেলা মা‌ঠে গি‌য়ে শেষ হয় । সেখা‌নে দিনটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে মোনাজাতের আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন করে, আলোচনা সভায় গড়পাড়া এমাম বাড়ীর খা‌দেম শাহ্ আরিফুর রহমান বাবুি এবং শাহ্জাদা রহমান বাঁধন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানা‌ন। এছাড়া,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা সদর হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদনকেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে ।
- Advertisement -
- Advertisement -