আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যনগরে ২৮ বোতল ভারতীয় মদ সহ যুবক গ্রেপ্তার

-Advertisement-

আরো খবর

এ,এম স্বপন জাহান:
সুনামগঞ্জের মধ্যনগরে ২৮ বোতল ভারতীয় মদ সহ আহাদ নুর  (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  মধ্যনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক মধ্যনগর  উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের দাতীয়াপাড়া   গ্রামের মোঃ আলমাস মিয়ার  ছেলে। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের   দিকে উপজেলার বংশীকুন্ডা দঃ  ইউনিয়নের হামিদুর চৌরাস্তা  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি মধ্যনগর  থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র নির্দেশে এসআই মীর্জা মাহমুদুল করিম  সঙ্গীয় পুলিশ সদস্য  সহ উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ সহ আহাদ নুর কে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে ২৮  বোতল অফিসার চয়েজ। গ্রেপ্তারকৃত যুবক আহাদ নুরের  বিরুদ্ধে মধ্যনগর  থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মধ্যনগর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক  এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী কে বিচারিক আদালতের মাধ্যমে আগামীকাল  কারাগারে পাঠানো হবে।
- Advertisement -
- Advertisement -