আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেমের শহরে দীপিকার রূপের ঝলক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

কোনও উৎসব হোক বা ফ্যাশন উইক, রূপের ঝলক দেখাতে কার্পণ্য করেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি এবার পা ফেলেছেন প্রেমের শহর খ্যাত প্যারিসে। সেখানকার একটি আন্তর্জাতিক ফ্যাশন উইকে অংশ নিয়েছেন ‘পিকু’ তারকা। আর বরাবরের মতোই ভক্তহৃদয়ে তুলেছেন ঝড়।
৪ অক্টোবর মঙ্গলবার দীপিকা অংশ নেন প্যারিস ফ্যাশন উইকের লুইস ভুটন ফ্যাশন শো-তে। এটি অনুষ্ঠিত হয়েছে বিখ্যাত লুভর মিউজিয়ামে। এ সময় তার পরনে দেখা গেছে ধূসর রঙের একটি প্যাডেড শোল্ডার পোশাকে। সঙ্গে পরেছেন কালো রঙের উঁচু বুটস।
হলিউড তারকাদের সঙ্গে প্রথম সারিতে বসে ছিলেন দীপিকা। তার পাশে দেখা গেছে অ্যানা দি আরমাস, অ্যালিসিয়া ভিকান্দারদের। এছাড়াও ফ্যাশন শো-টি আলোকিত করেছেন লেসলি ম্যান, এমা চ্যাম্বারলিন, নাটালি অ্যামানুয়েল প্রমুখ।

deepika-ranveerএদিকে সম্প্রতি হুট করেই দীপিকা পাডুকোন ও তার স্বামী-অভিনেতা রণবীর সিংয়ের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে সেটা যে স্রেফ ভিত্তিহীন গুজব, তা বুঝিয়ে দিলেন ‘গাল্লিবয়’ তারকা। কান উৎসবে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দীপিকার ছবির সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ছবির ক্যাপশনে স্ত্রীর প্রতি মুগ্ধতা প্রকাশ করেন রণবীর। বর্তমানে, দীপিকা পাডুকোনের হাতে দুটি আলোচিত সিনেমা রয়েছে। একটি শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, অন্যটি হৃতিক রোশানের সঙ্গে ‘ফাইটার’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

লোকিত প্রতিদিন/ ০৫ অক্টোবর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -